প্রিয় শিল্পী ফয়সাল আহাম্মদ এর কথা নিজেকে নিয়ে।

আমার কিছু কথাঃ
,,,
গত ৬/৭ মাসে আপনারা আমাকে টুকটাক গান করতে দেখছেন এর আগেও করতাম কিন্তু তা নিজের জন্য আর বন্ধুদের আড্ডায়,,,
২০১৩ সাল পর্যন্ত গানের সাথে আমার সম্পর্ক গভীর ছিলো কিন্তু তারপর থেকে ব্রেক প্রায় সাড়ে চার বছরের।
মাঝে পীস স্কুলে বাচ্চাদের সাথে গানে গানে ৯ মাস সময় কেটেছিলো।
কিছুটা অভিমান আর কস্ট থেকেই গান থেকে ওই দূরে থাকা কিন্তু রহমান গানের সুত্র ধরেই শাহাবুদ্দিন ভাইয়ের সাথে সম্পর্কের নতুন সুত্রপাত 😊
বললেন ভাই,আপনাকে কাজ করতে হবে এই জগতে,অভিমান ভুলে যান,,,
নিজের মতো করে আবার শুরু করেন,,,
ব্যস রহমান দিয়ে শুরু,,,,
একে একে রহমান,পাপ,লাশ,সিরিয়ার আর্তনাদ,জান্নাতের পাখি,কোটা,এলো রমাদান,আল্লাহু,ঈদের গান, রাহবারের কাজ হয়,আলহামদুলিল্লাহ
এই কাজের সহযাত্রী হিসেবে মিনারকেও পেলাম।
আপনাদের ভালোবাসা পেতে শুরু করলাম।
দায়িত্ব বাড়লো,কাজ ও বাড়লো,গানে সিরিয়াস হলাম,,,
৩/৪টা গান মুক্তির অপেক্ষায়।
এর মধ্যেই মানসুর ভাই,মশিউর ভাই,ইকবাল ভাই,নওশাদ ভাই,মাহফুজ মামুন ভাইদের উৎসাহ পেলাম,পেলাম পরামর্শ, আলহামদুলিল্লাহ,,,
শিহাব ভাই বরাবরই সাহস দিয়ে থাকেন।
মশিউর ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিলাম।
নিজের পছন্দের গান গুলো প্রিয় শিল্পীদের দিলাম,গাইলেন,মনটা বড় হয়ে গেলো 😊
গুণী এবং ওস্তাদরা যখন প্রসংসা করেন তখন কাজের স্পৃহা বেড়ে যায়,,,,
নিজেকে তাই এই খেদমতে নিয়োজিত করলাম।
রেস্টুরেন্ট কর্মী হয়েও গানে ও সংঘঠন কে পর্যাপ্ত সময় দিয়ে আল্লাহ কে খুশি করার চেস্টায় মগ্ন হলাম,,,,
গত ৬ মাস আমি কোনো মিউজিকাল গান শুনিনা,দেখিনা,,,
নিজেকে মিউজিক থেকে দূরে রাখার চেস্টায় অনেকটাই সফল আল্লাহর রহমতে।
আশা করি আস্তে আস্তে কোরানের কর্মী হিসেবে আর ইসলামী সংস্কৃতির খেদমতকারী হিসেবে নিজেকে পুরোপুরি বদলাতে পারবো ইনশাআল্লাহ,,,

আপনাদের সমর্থন আর ভালোবাসা সাথে নিয়েই এই কাজ করতে চাই সংস্কৃতির কল্যানে,আর তাই আপনাদের সাথে সব শেয়ার করি।
আমি ব্যাক্তিগত জীবনে যেমন বাস্তবে এবং ফেসবুকেও তাই।কস্ট অথবা আনন্দের সংবাদ সব আপনাদের সাথে শেয়ার করি।কেউ যদি আমাকে উৎসাহিত করে সে পক্ষান্তরে সংস্কৃতির উপকারে কাজ করলো।আমি শিখলাম,এভাবে আমিও কাউকে উৎসাহিত করবো।
একটা উদাহরণ দেই,কেউ একজন রক্ত দিয়ে ফেসবুকে ছবি আপলোড দিলো এটাকে আপনি পজিটিভলি দেখতে পারেন কারণ ওই ছবি দেখে কাল আরেকজন রক্ত দিতে উৎসাহিত হবে কিন্তু আপনি যদি ভাবেন যে সে দেখানোর জন্য ছবি আপলোড দিসে তবে বুঝতে হবে আপনার চিন্তাভাবনায় সীমাবদ্ধতা আছে বা আপনি সংকীর্ণ চিন্তাধারার মানুষ 😊

আমি আমার গানের কাজের সব আপডেট আপনাদের দিয়েই থাকি পোস্টের মাধ্যমে।
আনন্দের সংবাদ থেকে শুরু করে সব
এখন এটাকে যদি আপনি প্রদর্শনের জন্য করি বলে অভিযোগ করেন অথবা লজ্জ্বাজনক বলে আখ্যায়িত করেন তাহলে আপনার মানষিকতা নিয়ে আমার কি ধারণা করা উচিত????

কস্ট পাওয়া হয়ে যায় আর তাই মন ও খারাপ হয়,অনেক,,,
আমাদের ভাইদের মধ্যে চিন্তাভাবনার এতো ফারাক আর প্রতিহিংসার দাবানল পুষে এতোটাই নিচু মানষিকতার পরিচয় দেয় তখন ওই তার জন্য জমা সামান্য সম্মান আর ভালোবাসাটুকুও উড়ে যায় মন থেকে।
এতো ভালোবাসার মানুষের ভীড়েও কিছু ক্ষতিকর মানুষ আছে যারা সংস্কৃতির কর্মী পরিচয়ে নৈতিকতা হারিয়ে নিজের লজ্জ্বা না ঢেকে, নিজেকে সংশোধন না করে অন্যের দোষ ত্রুটি ধরার জন্য ওঁৎ পেতে থাকে 😞

বড়ই অদ্ভুত সে মানুষগুলা।

যাইহোক শেষ করি এবার,,,
যে সিদ্ধান্ত আরো পরে জানাতাম সেটা এখনই জানিয়ে দেই আপনাদের,আর মাত্র ১২টা গান করবো ইনশাআল্লাহ
আর একবছর এই মাঠে কাজ করবো এরপর বিদায় 😊
আমার কন্ঠে ১২টা গান যেদিন শেষ হবে সেদিন থেকে ছুটি দিবো শিল্পী স্বত্তাকে।

কৃতজ্ঞতা আর ভালোবাসা আপনাদের জন্য যারা পাশে ছিলেন আছেন এবং কৃতজ্ঞতা তাদের কাছেও যারা গঠনমূলক সমালোনায় শুধরে দিয়েছেন ভুল,,,,

সবাই ভালো থাকুন
জাযাকুমুল্লাহ খাইরান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাগাম

হাঙ্গরে ডীম দেয় তিমি দেয় ছানা।

বাংলা ব্যাকরণ মনে রাখার সহজ টেকনিক।