হাঙ্গরে ডীম দেয় তিমি দেয় ছানা।
হাঙ্গরে ডীম দেয় তিমি দেয় ছানা
বোয়াল মাছের বুদ্ধি নেই ছোখ থাকিতে কানা।( ২)
কানা মাছি ভোভো
কানা মাছি ভোভো ২
ইলিশ মাছ গান করে তিমি বাজায় ডোল।
শিং মাছ এসে করে বড়ই গন্ডগোল।২
সারে গামা পাধা নিসা সবি তার জানা(২)
বোয়াল মাছের বুদ্ধি নেই ছোখ থাকিতে কানা (ঐ)
চিতল মাছ মিষ্টি লাইয়া শুশুর বাড়ি যায়।
পটক মাছ তাই দেখিয়া পেত ফুলাই য়া রয়।
পটকা মাছের পটকা পেট খাইতে আছে মানা।
বোয়াল মাছের বুদ্ধি নেই ছোখ থাকিতে কানা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন