নতুন দিনের ছড়া

নতুন দিনের ছড়া
সিকান্দার আল মামুন
******     ******    ****
ঝরে ঝরুক মনের আবেগ
ভাসে ভাসুক জলে
ভুলে যেও গহীন ব্যথা
চোখ মুছে আঁচলে।

উড়ে উড়ুক স্মৃতির পাখি
রাতের বিজন বুকে
কী আর হবে আকাশ পানে
চেয়ে করুণ মুখে।

মুছে ফেল চোখের পানি
একটুখানি হেসে
দেখবে আবার নতুন সূর্য
উঠবে আলোয় ভেসে।
  ০১/০১/২০১৯.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাগাম

হাঙ্গরে ডীম দেয় তিমি দেয় ছানা।

বাংলা ব্যাকরণ মনে রাখার সহজ টেকনিক।