রহিঙ্গা পাট ২
রোহিঙ্গারা আরাকানে বহিরাগত নয় বরং বর্মি রাজারাই আরাকানের দখলদার। বর্মি রাজারাই বারবার প্রাচুর্যে ভরপুর আরাকান দখল করে লুটপাট আর ছারখার করেছে। ১৭৮৪ সালে আরাকানের স্বাধীনতা লুপ্ত হয় বর্মি রাজা ভোদায়ার আরাকান দখলের মাধ্যমে। এরপরের আরাকানের ইতিহাস বর্মি রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ আর রক্তের ইতিহাস। ১৯৪৮ সালে তৎকালীন বার্মা স্বাধীন হলেও আরাকানিদের ভাগ্যে এ স্বাধীনতা নিয়ে আসে নিদারুণ অভিশাপ, যা এখন গোটা বিশ্ববাসীর সামনে উন্মুক্ত।
http://m.dailynayadiganta.com/detail/
news/250877
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন