মুক্তবাণী কবিতা

***মুক্তবাণী***
(লেখক)  মোঃ নাজিন

আমি মুক্ত হতে চাই এ শৃঙ্খল হতে
বলতে চাই সব কথা মুক্তমনে,
ছেড়ে দাও আমায়,
রেখো না বেঁধে আর ঘরের কোণে।
আমি জানি আর সমাজের নিয়মটাও মানি,
তাই বলে কি করবো না  প্রতিবাদ!
জীবনের মায়া ছেড়ে ধরছি কলম,
ভেঙ্গে দিব সব মিথ্যার বাঁধ।
চুপ থাকা মানে বেঁচে থাকা নয়,
প্রতিবাদ হউক মানব ধর্ম,

তুলো আঙ্গুল তাদের দিকে নির্ভয়ে,
সমাজে করে যারা অপকর্ম।
মরতে তো হবে সকলেরই,
তবে সত্য বলতে কীসের ভয়,
ইতিহাস খুলে দেখ ন্যায়ের যোদ্ধা,
এখনো নীরবে সত্য কথাই কয়।
আমি দূর্বল নয় লড়তে আমি জানি হতে দাও বাহির দিগন্তে,
খুলে দিব তাদের মুখোশ উড়াবো বিজয় নিশান সব প্রান্তে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাগাম

হাঙ্গরে ডীম দেয় তিমি দেয় ছানা।

বাংলা ব্যাকরণ মনে রাখার সহজ টেকনিক।