কবি: আবু সায়েদ সুমন।
আমাদের গ্রাম
আবু সায়েদ সুমন
যেখানেই থাকি ভালো লাগে না, আমার গ্রাম ছাড়া
গুরেফিরেই ভালো লাগে,শুধু আমার গ্রামের পাড়া।
কত সবুজ শ্যামল আমার গ্রাম,মন জুড়িয়ে যায়
দেখি নিকো কোথাও আর,এমন একটি গ্রাম হায়!।
আমার গ্রামের মানুষগুলো, মিলেমিশে থাকে
বিপদে-আপদে এগিয়ে আসে, একে অন্যের পাশে।
দুই একটা আছে জুলুমবাজ,অন্যকে মেরে খায়
ধানের মধ্যে চিঁড়া থাকে,সে কথা জানা আছে নিশ্চয়,
শান্তময় গ্রামটাকে নষ্ট করছে তারা
বুঝবে ওরা একটু পরেই,যখন যাবে মারা
নিরাপরাধী'কে করে দিচ্ছে, তারা অপরাধী
সামান্য কিছু টাকার জন্য, নিজেই করছে জুলুমী।
এত কিছু ছাড়িয়েও, গ্রামটি আমার অতি মনোরম ভাই
গ্রামে আসলে শত অস্বস্তির মাঝেও, একটু স্বস্তি পায়
এখানেই যে শৈশবের সহস্র স্মৃতি আছে পড়ে
যেখানেই থাকি, ওগো গ্রাম তোমাকেই পড়ে মনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন