বাংলা ব্যাকরণ থেকে (১০০ প্রশ্ন), যাদের বই পড়ার সময় কম, তারা আমার শর্ট শাজেসন্স নোট করে রাখতে পারেন।
পর্ব-২
বাংলা ব্যাকরণ থেকে (১০০ প্রশ্ন), যাদের বই পড়ার সময় কম, তারা আমার শর্ট শাজেসন্স নোট করে রাখতে পারেন।
---------------------------
১.বাংলা ভাষার মৌলিক রুপ- ২টি
২."সাধুভাষা" পরিভাষাটি প্রথম ব্যবহার করেন- রাজা রাম মোহন রায়
৩.কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?- প্রমিত উচ্চারণ
৪.সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য- সর্বনাম ও ক্রিয়াপদে
৫.ব্যাকরণের প্রধান কাজ- ভাষার বিশ্লেষণ
৬.সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?- ধ্বনিতত্ত্ব
৭.ব্যাকরণের কোন অংশে "সমাস/কারক" সমন্ধে আলোচনা করা হয়?- রুপতত্ত্বে
৮.ব্যাকরণের কোন অংশে "বাগধারা/বিরামচিহ্ন" আলোচনা করা হয়?- বাক্যতত্ত্বে
৯.পাণিনি কে ছিলেন?- বৈয়াকরণিক
১০.বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন?- ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও
১১.গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন- রাজা রামমোহন রায়
১২."ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ" কে রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৩.ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি
১৪.মাত্রাহীন বর্ণ- ১০টি
১৫.অর্ধমাত্রার বর্ণ- ৮টি
১৬.মৌলিক স্বরধ্বনি- ৭টি
১৭.যৌগিক স্বরধ্বনি- ২টি (ঐ,ঔ)
১৮.হ্রস্বস্বর- ৪টি
১৯.দীর্ঘস্বর-৭টি
২০.ক থেকে ম পর্যন্ত- স্পর্শ ধ্বনি
২১.ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?- তাড়নজাত
২২.ক্ষ= ক+ষ
২৩.পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?- অপিনিহিতি
২৪.ক্রিয়াপদের মুল অংশকে কী বলে?- ধাতু
২৫.দারিদ্র+য= দারিদ্র্য
২৬.√দৃশ+অনীয়=দর্শনীয়, √দুল+না= দোলনা, √মিশ+উক=মিশুক, √শ্রু+অন=শ্রবণ, √মুচ+ক্তি=মুক্তি
২৭.মধ্যম+ষ্ণিক=মাাধ্যমিক, মশা+আরি=মশারি, সহচর+য=সাহচর্য
২৮.উপসর্গ কোথায় বসে?-আগে
২৯.অনুসর্গ কোথায় বসে?- পরে
৩০.উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাচার, প্রত্যেক, অভিমুখ, আসন, অপিচ, অচিন
৩১.বাংলা ভাষায় উপসর্গ কতটি?- খাটি বাংলা উপসর্গ-২১, সংষ্কৃত উপসর্গ-২০
৩২.বিজ্ঞান শব্দে "বি" অর্থ কী?- বিশেষ
৩৩.কিছু স্ত্রীবাচক শব্দ- বীর (বীরঙ্গনা), দেবর (ননদ), বিপত্নীক (বিধবা)
৩৪. কিছু উভয় লিঙ্গের শব্দ- গরু, রাষ্ট্রপতি, আমি
৩৫.নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সৎমা, অর্ধাঙ্গিনী
৩৬."নাটিকা" কোন অর্থে স্ত্রীবাচক- ক্ষুদ্রার্থে
৩৭.শ্বশ্রূ অর্থ- শাশুড়ী
৩৮.লিঙ্গান্তর হয় না- কবিরাজ, কেরানি, যোদ্ধা, অকৃতদার
৩৯.ডালে ডালে কুসুম ভার- এখানে "ভার" অর্থ- সমূহ
৪০.সাহেব এর বহবচন- সাহেবান
৪১.বিরাম চিহ্ন- ১১টি (দশম শ্রেণীর পাঠ্যবইয়ে- ১২টি)
৪২.কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?- অব্যয়
৪৩.পাশাপাশি দুটি বর্ণের মিলনকে কী বলে?- সন্ধি
৪৪.কিছু সন্ধিবিচ্ছেদ- রত্ন+আকর=রত্নাকর, পরি+ঈক্ষা=পরীক্ষা, রবি+ইন্দ্র=রবীন্দ্র, জন+এক=জনৈক, ক্ষুধা+ঋত=ক্ষুধার্ত, যদি+অপি=যদ্যপি, পরি+আলোচনা=পর্যালোচনা, সু+আগত=স্বাগত, গো+এষণা=গবেষণা, নৌ+ইক=নাবিক, লো+অন=লবণ, গৈ+য়ক= গায়ক, বাক+আড়ম্বর=বাগাড়ম্বর, উৎ+শ্বাস=উচ্ছ্বাস, পদ+হতি=পদ্ধতি, ষট+ঋতু=ষড়ঋতু, সম+বাদ=সংবাদ, সম+বিধান=সংবিধান, নির+আময়=নিরাময়, বৃষ+তি=বৃষ্টি, ততঃ+ধিক=ততোধিক, তপঃ+বন=তপোবন, দুঃ+যোগ=দুর্যোগ, দিব+লোক=দ্যুলোক, বন+পতি=বনস্পতি, অহ+অহ=অহরহ
৪৫.সমাস শব্দের অর্থ- সংক্ষেপণ
৪৬.যে পদে সমাস হয়, তাকে বলে- সমস্যমান পদ
৪৭.সমাসের রীতি এসেছে- সংস্কৃত ভাষা থেকে
৪৮. সমাস কত প্রকার?- ৬
৪৯.সমাস নির্ণয় করুন: দম্পতি (দ্বন্ধ), কঁচা-মিঠা (কর্মধারয়), সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয়), চাঁদমুখ (উপমেয়), শতাব্দী (দিগু), লাঠালাঠি (ব্যতিহার বহুব্রীহি), ছায়াশীতল (তৎপুরুষ), উপকূল (অব্যয়ীভাব)
৫০. যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে বলে- অলুক সমাস
.
(দুঃখিত: বাকী ৫০টি লেখার পর অপ্রত্যাশিতভাবে আঙ্গুলের টাচ্ লেগে কলামে মিশে গেছে, তাই অপেক্ষা করুন, ইনশাল্লাহ আজই পর্ব-৩ এর মধ্যে আবার পাবেন)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন