কবি, মোঃ দেলোয়ার হোসেন।

রাষ্ট্রীয় যন্ত্র ষড়যন্ত্র
মোঃ দেলোয়ার হোসেন।

রাষ্ট্রীয় যন্ত্র ষড়যন্ত্র করে ধ্বংস করে
চলেছে কারা?
সচেতন জনতা অাজও মৌনতা
মুক্তি মিলবে তবে কোথায়?
ঐ যে হাসছে তারা দিব্বি বুঁকভরা
এদের রুখবে কে?
শিশুকে ধর্ষণ পোশাকে অাকর্ষণ
বাড়িয়ে দিচ্ছে কারা?
খাদ্যে বেজাল বিষ কানাকানি ফিসফিস
থামছে কোথায়?
অাত্মহত্যা হয় বিবেকবুদ্ধি ক্ষয়
মহাশ্মশান ধার খুলছে কে?
অসুস্থ্য রাজনীতি নোংরা সংস্কৃতি
জন্ম দিচ্ছে কারা?
অসভ্য সভ্যতা পাশ্চাত্য নগ্নতা
কমছে কোথায়?
শিক্ষা দীক্ষাতে চিকিৎসা বিদ্যাতে
অদক্ষ প্রবেশটা করছে কে?
দুর্নীতিকে করেছে পেশা
ছড়িয়ে দিয়েছে নেশা
অগ্রদত্ত নামে ওরা কারা?
সমাজ অবক্ষয় নিত্য বিপর্যয়
জনতার মুক্তি কোথায়?
নদীতে ডোবাতে লাশ দীর্ঘ রুদ্ধশ্বাস
বাঁচিয়ে রাখছে কে?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাগাম

হাঙ্গরে ডীম দেয় তিমি দেয় ছানা।

বাংলা ব্যাকরণ মনে রাখার সহজ টেকনিক।